৫১৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

শিলিগুড়ি, ৪ আগস্টঃ ৫১৮ গ্রাম হেরোইন সহ ১ জনকে করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতের নাম অরবিন্দ বিশ্বাস।সে অসমের বাসিন্দা।


জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফুলবাড়ির বানিয়াপাড়া ক্যানেল মোড়ে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ডিটেকটিভ ডিপার্টমেন্ট।সেখান থেকে ৫১৮ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করা হয়।উদ্ধার হওয়া হেরোইন এর মূল্য প্রায় আড়াই কোটি টাকা।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে এনজেপি থানার পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO