জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টিতে চমক, ৫৬ ভোগ মিষ্টি তৈরি করলেন ব্যবসায়ী

শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টিতে চমক।৫৬ ভোগ মিষ্টি তৈরি করলেন শিলিগুড়ির এক মিষ্টি ব্যবসায়ী।


মন্দির ছাড়াও বাড়ি বাড়িতে ধূমধাম করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অর্থাৎ গোপালের জন্মদিন পালন করা হয়।এই উপলক্ষে ৫৬ ধরণের মিষ্টির সম্ভার তুলে ধরলেন শিলিগুড়ির এনজেপি’র এক মিষ্টি ব্যবসায়ী। বিশেষ এই প্যাকেজে গোপালের পছন্দের ক্ষীর থেকে শুরু করে নানান ধরণের মিষ্টি রাখা হয়েছে।

এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাজীব ঘোষ।বেশকয়েক বছর ধরে বিভিন্ন পুজোয় ভিন্ন ভিন্ন ধরণের মিষ্টি তৈরি করে চমক দিয়েছেন তিনি।এবারও তার ব্যতিক্রম হয়নি।গৃহিনীদের মুসকিল আসান করে ৫৬ ধরণের মিষ্টির প্যাকেজ তৈরি করলেন তিনি।সেই প্যাকেজে ক্ষীর, তালের বড়া, লাড্ডু, লালমোহন, সন্দেশ, পান্তুয়া সবধরণের মিষ্টিই রেখেছেন তিনি।


এদিন রাজীব ঘোষ বলেন,বহুদিন ধরেই ইচ্ছে ছিল এই ধরণের কিছু করার।অবশেষে মনের ইচ্ছা পূরণ হল।৫৬ ভোগ মিষ্টির দাম রাখা হয়েছে ৮০০ টাকা যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *