৭ দিনের মধ্যে চাকরির সঠিক ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি প্রাক্তণ কেএলও সদস্যদের

জলপাইগুড়ি, ১৯ জানুয়ারিঃ আগামী ৭ দিনের মধ্যে চাকরির সঠিক ব্যবস্থা না হলে উত্তরবঙ্গজুড়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন প্রাক্তণ কেএলও সদস্য ও লিঙ্কম্যানরা।


প্রসঙ্গত, চাকরির দাবীতে আজ জলপাইগুড়ি পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসার কথা ছিল তাদের।সেইমত তারা জমায়েত হয়েছিলেন।এরপর পুলিশ সুপার তাদের ডেকে পাঠিয়ে একটি বৈঠক করেন।

আন্দোলনকারীরা জানান, ৭ দিন সময় চেয়েছেন পুলিশ সুপার৷এরমধ্যে চাকরির সঠিক আশ্বাস না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আন্দোলনকারী প্রাক্তন কেএলও ও কেএলও লিঙ্কম্যানরা।এরপরই অবস্থান বিক্ষোভ থেকে সরে আসেন আন্দোলনকারীরা।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom