বাড়ছে করোনা সংক্রমণঃ শিলিগুড়িতে নতুন ডাক্তার ও নার্সদের দল

শিলিগুড়ি, ৪ জুলাইঃ উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠক করলেন ওএসডি নর্থবেঙ্গল ডঃ সুশান্ত রায়।এদিনের এই আলোচনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।


এদিনের আলোচনা শেষে সাংবাদিক বৈঠকে ডঃ সুশান্ত রায় জানান, উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।সে কারণে কি কি করনীয় তা নিয়ে বৈঠক করা হল।শিলিগুড়িতে ৪৪ জন ডাক্তার এবং ২২ জন নার্সিং স্টাফ নতুন করে নিয়োগ করা হচ্ছে।

এই ৪৪ জন ডাক্তার তারা বাইরে থেকে আসতে পারেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।অন্যদিকে, ২২ জন নার্সও খুব শীর্ঘ্রই শিলিগুড়ির সেসমস্ত জায়গায় করোনা রোগীদের চিকিৎসা চলছে সেখানে নিয়োগ করা হবে।


অন্যদিকে, তিনি কয়েকটি বিষয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন।তিনি বলেন, যেহেতু উপসর্গহীন প্রচুর করোনা রোগী রয়েছে তাই সকলে যাতে মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান।এছাড়াও বিভিন্ন এলাকায় সচেতনতা প্রচারের জন্য নিয়ে লিফলেট তৈরি করা হয়েছে তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *