রাজগঞ্জ, ২৬ মার্চঃ জমির উপর দিয়ে আলুর গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, চলল গুলি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের চড়িয়াপাড়ায়।গুলি চালানোর অভিযোগে বন্দুক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের চড়িয়াপাড়ায় দুই পরিবার তাদের জমিতে আলু চাষ করেছেন।জমি থেকে ট্রলিতে করে আলু নিয়ে আসতে উভয়কেই উভয়ের জমির উপর দিয়ে আসতে হয়।এই নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন থেকে মতপার্থক্য চলছিল।
আলু চাষী শাহজাহান আলি ও মোকসেদ আলির অভিযোগ, আমাদের জমির উপর দিয়ে ট্রলিতে করে আলু নিয়ে গিয়েছে আমিনুর ইসলাম ও আজিদুল ইসলাম।সেইসময় কথা হয়েছিল আমাদের আলু ওদের জমির উপর দিয়ে নিয়ে যেতে দেবে।কিন্তু তাদের আলু নেওয়া শেষ হতেই বেঁকে বসে ও আলু নিয়ে যেতে বাঁধা দেয়।এই নিয়ে গন্ডগোল হয়।সেইসময় দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।ঘটনায় হতাহতের কোন খবর নেই।তবে মারধরের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
এদিকে আমিনুর ইসলাম ও আজিদুল ইসলাম নিজেরা গুলি চালানোর কথা স্বীকার করলেও পাল্টা শাহজাহান ও মোকসেদ আলিদের তরফেও গুলি চালানো হয় বলে অভিযোগ করেন।তারা বলেন, শাহজাহান ও মোকসেদ তাদের জমির উপর দিয়ে আমাদের আলু নিয়ে যেতে দেয়নি।গতকাল রাতে যখন গাড়িতে আলু লোড করা হচ্ছিল, সেইসময় তারা হামলা চালায়।এতে পরিবারের দুজন আহত হয়েছেন।এছাড়া বাড়িতেও অত্যাচার করা হয়।আত্মরক্ষার জন্য নিজেদের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে দুই রাউন্ড গুলি চালানো হয়।
গতকালের এই ঘটনা নিয়ে উভয়পক্ষ পুলিশের দ্বারস্থ হন।অভিযোগ পেয়ে বন্দুক সহ আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।