শিলিগুড়ি,৫ জুলাইঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আবর্জনা তোলার ভ্যানে মিললো বন্দুকের কার্তুজের খোল।ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুরকর্মীরা ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কাজ করছিলেন।সেইসময় আবর্জনা তোলার ভ্যানে একটি প্লাস্টিকের প্যাকেট নজরে আসে এক কর্মীর।কৌতূহলবশত প্যাকেটটি খুললে বন্দুকের কার্তুজের খোলটি দেখতে পান।যদিও প্রথমে কার্তুজের খোলগুলিকে তাজা কার্তুজই ভেবেছিলেন।ভয় পেয়ে তড়িঘড়ি সেগুলিকে নিয়ে যান ওয়ার্ড অফিসে।পরবর্তীতে ওয়ার্ড অফিসের কর্মীরা পুলিশের হাতে সেটিকে তুলে দেন।
পুলিশ সূত্রে খবর, এগুলো ব্যবহৃত কার্তুজের খোল।তবে এতোগুলো কার্তুজের খোল কোথা থেকে এলো তা জানতে ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।
উল্লেখ্য, এদিন সকালে এই ওয়ার্ডেই অন্য একটি আবর্জনার ভ্যাট থেকে প্রায় ২৫ টি আধার কার্ড পাওয়া গিয়েছে।আধার কার্ডগুলি অসমের বলে জানা গিয়েছে।