শিলিগুড়ি, ১০ এপ্রিলঃ শিলিগুড়ির পঞ্চম মহানন্দা সেতুর কাছে নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন সাতসকালে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা।এরপর সেতুর কাছে গেলে নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান তারা।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের অনুমান, অন্য কোথাও থেকে জলে ভাসতে ভাসতে পঞ্চম মহানন্দা সেতুর কাছে মৃতদেহটি এসেছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।