থেমে গেল লড়াই, না ফেরার দেশে ঐন্দ্রিলা শর্মা

ঠিক ফিরে আসবে ঐন্দ্রিলা।এমনটাই প্রার্থনা করছিলেন সকলে।সব প্রার্থনা যেন মিথ্যে হয়ে গেল।থেমে গেল লড়াই।না ফেরার দেশে ঐন্দ্রিলা শর্মা।জীবনের শেষ দিন অবধি লড়াই করেও শেষে মৃত্যুর কাছে হার মানতেই হল তাকে।


২০১৫ সালে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার, বোন ম্যারো ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন অভিনেত্রী।তারপর রুপোলী পর্দায় পা রাখা তার।বিভিন্ন ধারাবাহিকে দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন ঐন্দ্রিলা।জীবনে বন্ধু ও প্রেমিক হিসেবে পেয়েছিলেন সব্যসাচীকে। ঐন্দ্রিলা শারীরিকভাবে এই লড়াই করছিলেন ঠিকই তবে তার লড়াইয়ের সঙ্গী ছিলেন সব্যসাচীও।২০২১ সালে ঘটে ফের এক বিপত্তি, ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার।চিকিৎসার পর ফের একবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন ঐন্দ্রিলা।

তবে তা আর হলো না,গত ১লা নভেম্বর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী।বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, চলে অস্ত্রোপচার। শারীরিক অবস্থার কখনও উন্নতি আবার কখনও অবনতি ঘটেছে।অভিনেত্রীকে হাসপাতালে ভর্তির দিনকয়েক পরেই তার প্রেমিক সব্যসাচী চৌধুরী পোস্ট করেছিলেন ‘নিজের হাতে করে নিয়ে এসেছি।নিজের হাতে করে ফিরিয়ে নিয়ে যাব।এর অন্যথা হবে না।এই আশাতেই বুক বেঁধেছিলেন সকলে।তবে গতকালই সোশ্যাল মিডিয়া থেকে ঐন্দ্রিলাকে নিয়ে করা সমস্ত পোস্ট ডিলিট করেছিলেন প্রেমিক সব্যসাচী।এরপরই আজ খবর আসে ঐন্দ্রিলা আর নেই।    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *