আলিপুরদুয়ারে ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির  

আলিপুরদুয়ার, ২৫ সেপ্টেম্বরঃ আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বারবিশা অসম রোড় বানিজ্য কেন্দ্রর সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।


জানা গিয়েছে, সোমবার বারবিশায় সাপ্তাহিক হাট বসে।স্বাভাবিক ভাবেই অন্যান্য দিনের তুলনায় লোকজনের ভিড়  বেশি থাকে এদিন।আজ সকালে ব্যক্তি ৩১ নম্বর জাতীয় সড়ক পার করার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে।ঘটনায় মৃত্যু হয় ব্যক্তির।খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘাতক গাড়ির চালককে আটক করেছে।দুর্ঘটনায় ব্যক্তির মাথা ও মুখ থেঁতলে যাওয়ার কারনে ব্যক্তির পরিচয় জানা যায়নি।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, কোভিড চলাকালীন রাস্তার উপর সবজির বাজার শুরু হয়েছিল।বর্তমানে কোভিড বিধিনিষেধ নেই এরপরও রাস্তার মধ্যেই বাজার বসছে।যার জেরে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis