আলিপুরদুয়ার, ২ অক্টোবরঃ মহালয়ার পূর্ণ লগ্নে আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার তরফে বামুনহাট প্যাসেঞ্জার ট্রেনে সংস্কৃতি যাত্রা আয়োজিত হল।বুধবার সকাল ৬:২০ নাগাদ আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে আপ বামুনহাট প্যাসেঞ্জার ট্রেনে এই সংস্কৃতি যাত্রার সূচনা হয়।
পিতৃ পক্ষের অবসানের পর দেবী পক্ষকে স্বাগত জানাতে বিগত ১৬ বছর ধরে সংস্কৃতি যাত্রার আয়োজন করে আসছে আলিপুরদুয়ারের সাংস্কৃতিক সংস্থা।এদিন আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে নাচ, গান, কবিতা ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডী পাঠের মাধ্যমে মৃন্ময়ী মায়ের আগমনকে স্বাগত জানান সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।
ঢাক ও শঙ্খ ধ্বনিতে এদিনের এই সংস্কৃতি যাত্রার সূচনা হয়।এরপর চলন্ত ট্রেনেই চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন এই সংস্কৃতি যাত্রায় কচিকাঁচারা থেকে শুরু করে অন্যান্য শিল্পীরাও অংশগ্রহণ করেন।