আলিপুরদুয়ারে শুরু হল শ্রমিক মেলা

আলিপুরদুয়ার,১৩ জানুয়ারিঃ আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হল শ্রমিক মেলা।এই মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।


এদিন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এই মেলার উদ্বোধন করেন।এছাড়াও উপস্থিত ছিলেন কারিগরী শিক্ষা দফতরের মন্ত্রী পুর্ণেন্দু বসু,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,অনগ্রসর শ্রেনী কল্যান দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন,বিধায়ক সৌরভ চক্রবর্তী, ত্রান পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যান্যরা।

জানা গিয়েছে,এই শ্রমিক মেলায় ২৬টি সরকারী স্টল রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ