উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স প্রদান

শিলিগুড়ি,৮ জানুয়ারিঃ ক্রমশ যাত্রীসংখ্যা বেড়েই চলেছে বাগডোগরা বিমানবন্দরে।তাই যাত্রীদের সুবিধার্থে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে।


এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এতদিন অ্যাম্বুলেন্স থাকলেও তা ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে।সেই কারণে সাধারণ যাত্রীরা এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল বলাই যায়।সে দিকে বিবেচনা করেই এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।এছাড়াও আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও দুটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে বাগডোগরা বিমানবন্দরকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

deneme bonusuMARScasibomcasibom girişCasibom Bonuscasibomcasibom mobil girişhttps://www.cellerini.it/casibom girişcasibomcasibom güncelcasibom girişcasibom girişgirişcasibom girişcasibom girişcasibom girişcasibom