আংশিক প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

২০২১- এর বিধানসভা নির্বাচনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট।শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বাম-কংগ্রেস এবং আইএসএফ জোটের কারা কোন আসনে প্রার্থী দেবেন এবং বামফ্রন্টের আংশিক প্রার্থীর নাম ঘোষণা করেন।


এদিন প্রথম ও দ্বিতীয় দফার ৬০টি কেন্দ্রের মধ্যে বামেরা যে কেন্দ্রগুলিতে প্রার্থী দিচ্ছে সেগুলি ঘোষণা করা হয়।অন্যদিকে যে আসনগুলিতে কংগ্রেস ও আইএসএফ প্রার্থী দেবে তা সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis YeniBets10 Giriş