শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।
ধৃতদের নাম দেব দাস, টিঙ্কু সরকার, মহাদেব অধিকারী, শঙ্কর সোনার এবং দীপক দাস।ধৃতরা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ির হায়দারপাড়ায় মার্কেট কমপ্লেক্সে কোন অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতিরা।গোপন সূত্রে এই খবর পায় পুলিশ।এরপরই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে।আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।