অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার

রাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার।সোমবার পরিবারটিকে খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র দিয়ে সাহায্য করার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।


জানা গিয়েছে, রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের নাউয়াপাড়ার সুখানু রায় ( ৬০ ) ও তার স্ত্রী পাতলি রায় ( ৫৬ ) বেশকয়েক বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত।তার দুই ছেলে।ছেলে অস্থায়ী চা শ্রমিকের কাজ করে কোনরকমে সংসার চালায়।কাঁচা ঘরই তাদের আস্তানা।বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয় নেই।

বাড়ির বড় ছেলে তাপস জানায়, বাবা-মা অনেক বছর থেকে অসুস্থ থাকায় সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়।ছোট ভাই এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।বাবা-মাকে চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য নেই।পরিবারটির কথা জানতে পেরে এদিন সেই বাড়িতে যান রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার।সঙ্গে নিয়ে যান রাজগঞ্জ ব্লকের গরিবের ডাক্তার বলে পরিচিত স্বপন রায়কে।পরিবারটিকে খাদ্যসামগ্রী ও বৃদ্ধ-বৃদ্ধার হাতে নতুন বস্ত্র তুলে দেন আইসি।চিকিৎসক স্বপন রায় ওই বৃদ্ধ দম্পতিকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দিয়ে সাহায্য করেন।


বৃদ্ধ সুখানু রায় বলেন, আইসি যেভাবে সাহায্য করলেন এবং চিকিৎসার ব্যবস্থা করে দিলেন তা কোনদিনও ভুলতে পারবো না। সরকারের তরফে যদি একটি ঘর, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দিত তাহলে দুই ছেলে দিনমজুরের কাজ করলেও মাথা গোজার জায়গা হতো।

আইসি পঙ্কজ সরকার বলেন, ওই অসহায় বৃদ্ধ দম্পতিকে বার্ধক্য ভাতা, বিশেষভাবে সক্ষমদের প্রাপ্য ভাতা, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা ও আবাস যোজনায় যাতে একটি ঘর দেওয়া হয় সেব্যাপারে রাজগঞ্জ ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি।পাশাপাশি যাতে সরকারি সাহায্য পেতে সুবিধা হয় তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *