আঠারোখাই এর মাঠে একাধিক কর্মসূচী সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ শিবমন্দিরের আঠারোখাই এর মাঠে উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, অরূপ বিশ্বাস, রঞ্জন সরকার, বিনয় তামাং সহ একাধিক নেতৃত্বরা।


এদিন উত্তরবঙ্গের ৯ ব্যক্তিত্বকে তিনি বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত করেন। দার্জিলিং জেলা থেকে মোট দুজন বঙ্গরত্নে পুরস্কৃত হন। একজন পাহাড় থেকে এবং একজন সমতল থেকে। এদিনের মঞ্চ থেকে উদ্বোধন করা হয় শিলিগুড়ি জার্নালিষ্টস ক্লাবের নতুন ভবন ‘উত্তরীয়া’র। এদিন মুখ্যমন্ত্রী জানান প্রতিবছরই উত্তরবঙ্গের মানুষদের সঠিক সম্মান দিতেই হয় এই ‘বঙ্গরত্ন’ পুরস্কার।

তিনি আরও জানান এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসব করার ইচ্ছে ছিল তবে তা সম্ভব হয়ে ওঠেনি তবে সকল ছাত্রছাত্রীদের তিনি নতুন বছরের শুভকামনা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780