শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয় কুইন্স।
সমীক্ষায় দেখা গিয়েছে সমগ্র বিশ্বে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।শুধুমাত্র সচেতনতার অভাবে এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন মহিলারা।তবে সচেতন হলে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে সম্পুর্ন সুস্থ হওয়া যায়।সেই কারনে বিভিন্ন সংস্থা ব্রেস্ট ক্যান্সার নিয়ে নানান সচেতনতামুলক প্রচার চালিয়ে যাচ্ছে।সাফল্যও মিলেছে।সেই কারনে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয় কুইন্স এর তরফে ব্রেস্ট ক্যান্সার নিয়ে মহিলাদের সচেতন করতে শনিবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সপ্তর্ষি ঘোষ ও ভিশান্ত দেও।ব্রেস্ট ক্যান্সার থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় তার উপর বক্তব্য রাখেন চিকিৎসকেরা।
এই বিষয়ে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয় কুইন্স এর সভাপতি অমৃতা আগরওয়াল জানান,মুলত ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।