স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথনের আয়োজন

আলিপুরদুয়ার,১৫ আগস্টঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ১১ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করল শামুকতলা দেশবন্ধু ক্লাব। 


তুরতুরি গ্রাম পঞ্চায়েতের বেলতলা থেকে দেশবন্ধু ক্লাব পর্যন্ত ১১ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।এলাকার মানুষদের উৎসাহিত করতেই তাদের এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে।শামুকতলা দেশবন্ধু ক্লাবের সদস্য দীপঙ্কর বর্মন জানান, ১২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

ক্লাবের সম্পাদক রিপন পন্ডিত জানান, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আশিক খাখা,দ্বিতীয় হয়েছেন অনিকেত কুজুর ও তৃতীয় হয়েছেন রাজু ওঁরাও।


এছাড়াও এদিন ছোটোদের ৫ কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় প্রথম হয় সৌরভ দাস,দ্বিতীয় অমল রায় ও তৃতীয় স্থান অধিকার করে আশিক ওরাঁও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking Girişpusulabet girişholiganbetBets10holiganbet girişmarsbahis giriş