বাঁদর দলের উৎপাত পাড়ায়, চরম অতিষ্ঠ বাসিন্দারা 

শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ কখনও জলের বালতি উলটে দিচ্ছে তো কখনও টিনের চালে দাপাদাপি।আবার খাবার নিয়ে যেতে দেখলেই তা ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চোখের নিমেষেও ঘরে ঢুকে সমস্ত সামগ্রী লণ্ডভণ্ড করে দিচ্ছে বাঁদর দল।আর এই বাঁদরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা।


গত এক সপ্তাহ ধরে আশ্রমপাড়ায় একদল বাঁদর বিভিন্ন বাড়িতে যেমন ঢুকে পড়ছে।তেমনি খাবারের খোঁজে আবার রান্নাঘরেও ঢুকে পড়ছে।খাবার নেওয়ার পাশাপাশি লণ্ডভণ্ড করে দিচ্ছে পুরো ঘর।এতেই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তবে কোথা থেকে এই বাঁদর দল সেখানে এলো তা জানেন না কেউ।যদিও খাবারের অভাবেই জঙ্গল ছেড়ে ঘন ঘন বাঁদরগুলি লোকালয়ে আসছে বলে জানিয়েছেন পশুপ্রেমীরা।ইতিমধ্যেই বাঁদরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বিষয়টি বন দফতরকে জানিয়েছেন বাসিন্দারা।

পল্টন পাত্র নামে স্থানীয় এক বাসিন্দার কথা, বাড়ি, ছাদ, খেলার মাঠ এখন সর্বত্র ৪০-৫০ জনের বাঁদর দলটি ঘুরছে।কোন সময় শিশুদের উপর হামলা করে সেই ভয় হচ্ছে।তাছাড়া ঘরেও যখন তখন ঢুকে পড়ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *