বাগডোগরা, ১০ এপ্রিলঃ দক্ষিণ দিনাজপুরের তপনে দন্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে কয়েকজন মহিলাকে যোগদানের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।সোমবার বাগডোগরা থানাতেও বিক্ষোভে সামিল হল বিজেপি।
জানা গিয়েছে, এদিন লোয়ার বাগডোগরা ও গোঁসাইপুর বিজেপি মন্ডল কমিটির সদস্যরা বাগডোগরা থানায় পৌঁছান।সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা।এরপর স্মারকলিপি প্রদান করেন।
বিজেপির অভিযোগ, গত কয়েকমাস ধরেই আদিবাসী সমাজের ওপর অন্যায় হচ্ছে।তপনে দন্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে কয়েকজন মহিলাকে যোগদান করানো হয়েছে।এই ঘটনার পরই সরব হয়েছে বিজেপি।