বাগডোগরার তিরহানা চা বাগানে শ্রমিক সভা করলেন মন্ত্রী মলয় ঘটক  

বাগডোগরা, ২৩ সেপ্টেম্বরঃ ডুয়ার্স যাওয়ার আগে শুক্রবার বাগডোগরার তিরহানা চা বাগানের শ্রমিকদের নিয়ে সভা করলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।বৈঠকে উপস্থিত ছিলেন অনগ্রসর দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক, জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়, জেলাশাসক এস পন্নমবলম, সুরেন্দ্র গুপ্তা, সহ অন্যান্যরা।


এদিনের সভায় শ্রম মন্ত্রী মলয় ঘটক জানান , আজ থেকে চা বাগানের শ্রমিকদের পরিচয় পত্র এবং বেতনের হিসেব পত্র দেওয়া হবে।বেতনের হিসেব পত্রে থাকবে তারা কত দিন কাজ করেছেন, তার বেতন কত, তহবিল সহ সমস্ত বিষয়। তিরহানার শ্রমিকদের কথা মাথায় রেখে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র বানানোর ব্যবস্থা করা হয়েছে।স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত ধরনের সুবিধা সহ রোগীকে বাইরে কোথাও নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সেরও সুবিধা থাকবে বলে জানান শ্রম মন্ত্রী মলয় ঘটক।পাশাপাশি সমস্ত চা শ্রমিকদের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।শারদীয় উৎসব দুর্গোৎসবের পর থেকেই এই কাজ শুরু হয়ে যাবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *