বাগডোগরা, ১ ডিসেম্বরঃ জনবসতিপূর্ণ এলাকায় দলছুট দাঁতাল।রবিবার সাতসকালে বাগডোগরার ফয়রানি জোতে দাঁতাল হাতি দেখতে পেয়েই আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে গভীর রাতে খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি।সকালে এলাকায় হাতি দেখতে পেয়েই খবর দেওয়া বনদপ্তরে।খবর পেয়ে বাগডোগরা, টুকরিয়াঝাড় রেঞ্জ ও এলিফ্যান্ট স্কোয়াড এবং বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
হাতি দেখতে মানুষের ভিড় উচপে পড়ে।ভিড় নিয়ন্ত্রণ করতে বনদফরের তরফে মাইকিং করা হয়।পরবর্তীতে হাতিটিকে জঙ্গলে ফেরাতে কাজ শুরু করে বনকর্মীরা।