শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বালি পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম উজির হুসেন।ফুলবাড়ি পশ্চিম ধনতলার বাসিন্দা।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী বর্তমানে উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথর তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।এরপরও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালি পাথর চুরি করে তা বিক্রি করছে।
বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন ক্যানেল রোডে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে এনজেপি থানার পুলিশ।গ্রেফতার করা হয় উজির হুসেনকে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে জড়িত অভিযুক্ত।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।