বালি-পাথর তোলার দাবিতে বিডিও দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান  

আলিপুরদুয়ার, ২৮ নভেম্বরঃ দীর্ঘ আট মাস ধরে বালি-পাথর তোলা বন্ধ আলিপুরদুয়ারের শীলতোর্ষা নদীতে।যার প্রভাব পড়তে শুরু করেছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সরকারি ও বেসরকারি নির্মাণকাজে।এরফলে সমস্যায় পড়েছেন বহু শ্রমিক।অনেকে কর্মহীন হয়ে পড়েছেন।


অবিলম্বে নদী থেকে বালি-পাথর তোলা শুরু করার দাবিতে সোমবার ফালাকাটার বিডিও দপ্তরে বিক্ষোভে সামিল হলেন এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে শুরু করে লরি মালিক ও বালি-পাথর তোলের সঙ্গে জড়িত শ্রমিকরা।বিক্ষোভের পাশাপাশি ফালাকাটার বিডিও দপ্তরে একটি স্মারকলিপিও প্রদান করেন তারা।

অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *