বাংলা বাঁচাও যৌথ মঞ্চের তরফে শিলিগুড়িতে পথসভার আয়োজন   

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ সোমবার শিলিগুড়ির বিধান রোডের অটো স্ট্যান্ডে NRC, NPR এবং CAA -র বিরোধিতায় বাংলা বাঁচাও যৌথ মঞ্চ সংগঠনের তরফে একটি পথসভার আয়োজন করা হয়।


এদিনের সভায় উপস্থিত ছিলেন ডঃ মুকুন্দ মজুমদার,  বাসুদেব সাহা,  আইনজীবী শ্রী সঞ্জীব চক্রবর্তী এবং শ্রী সুভাষ সাহা সহ অন্যান্যরা।এদিনের পথসভায় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।অবিলম্বে NRC, NPR এবং CAA আইন বাতিল করার দাবি জানান সংগঠনের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar