বাগডোগরা, ১৮ এপ্রিলঃ খাবারের খোঁজে এবারে এক বনকর্মীর বাড়িতে হাতির হামলা।বাগডোগরার সন্ন্যাসী চা বাগান এলাকায় বনকর্মীর বাড়িতে হামলা চালায় হাতি।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে খাবারের খোঁজে দাঁতাল হাতি ঘরে ঢুকে পড়ে।হাতির আওয়াজ পেয়ে বাড়ি ছেড়ে কোনক্রমে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা।পরে বাগডোগরা বনদপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছে পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে পাঠানো হয়।
হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে বনকর্মীর ঘর।পাশাপাশি ঘরে থাকা খাবারও সাবার করে হাতিটি।গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন সন্ন্যাসী চা বাগান এলাকার বাসিন্দারা।