রাজস্থান থেকে বাড়ি ফেরার পথে শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু মালদার ব্যক্তির

মালদা, ১ জুনঃ ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু শ্রমিক স্পেশাল ট্রেনে।সোমবার সকালে রাজস্থান থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত শ্রমিকের নিথর দেহ পৌছায় মালদায়।


জানা গেছে,  মৃত পরিযায়ী শ্রমিকের নাম বুদ্ধু পরিহার(৫০)।বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লক পাড়া এলাকায়।পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও মেয়ে।

পরিবার সূত্রে খবর, কর্মসূত্রে প্রায় ৩০বছর ধরে রাজস্থানের জয়পুরের বিকানের একটি হোটেলে কাজ করত সে।গত ২৯ মে সকাল ১১ নাগাদ রাজস্থানের লালকোট রেলস্টেশন থেকে স্পেশাল ট্রেন ধরে।বাড়ি আসার সময় চলন্ত ট্রেনেই মৃত্যু হয় তার।আজ সকালে মালদা টাউন স্টেশনে পৌঁছায় মৃতদেহ।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।


মৃতের এক আত্মীয় সারজু দাস জানান, বেশ কিছুদিন আগে টিবি রোগে আক্রান্ত হন তিনি।তারপর লকডাউনের জন্য সমস্ত হোটেল বন্ধ থাকায় আমরা সেখানে অসুবিধায় পড়ি।এরপর গত ২৯ তারিখ সকালে স্পেশাল ট্রেনে উঠি।রাত ১০ টা নাগাদ মোগলসরাই রেল স্টেশনের কাছে তার মৃত্যু হয়।

এদিকে সে করোনায় আক্রান্ত ছিল কিনা সে নিয়েও কিছু জানায়নি জেলা স্বাস্থ্য দফতর।এমনকি তার মৃত্যুর কারন জানার জন্য তার লালারস সংগ্রহ করা হয়েছে কিনা তাও জানা যায়নি।এর ফলে স্বাভাবিকভাবে ওই পরিযায়ী শ্রমিকের সঙ্গে ফেরা লোকজনকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *