শিলিগুড়ি, ২৯ মার্চঃ বাড়িতেই গাঁজা চাষ করে সেই গাঁজাই প্যাকেট করে বিক্রি করা হচ্ছিল বিভিন্ন বাজারে।দীর্ঘদিন ধরে চলছিল এই কারবার।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম শম্ভু মন্ডল।
জানা গিয়েছে, ভক্তিনগর থানার অন্তর্গত খোলাচাঁদ ফাঁপড়ি এলাকায় এই কারবার চলছিল।পুলিশের চোখে এড়িয়ে বাড়িতে গাঁজার ফ্যাক্টরি খোলা হয়েছিল।এরপর সেখানেই গাঁজার প্যাকেট তৈরি করে বিভিন্ন বাজারে তা বিক্রি করা হচ্ছিল।
এদিন অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।সেখান থেকে উদ্ধার হয় ৩ কিলো গাঁজা।পাশাপাশি গাঁজার গাছও নষ্ট করে পুলিশ।ঘটনায় একজনকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।