দোলনায় ঝুলছে লেপার্ড, বরফে ব্যস্ত ব্ল্যাক বিয়ার-‘ফান টাইম’ বেঙ্গল সাফারিতে

শিলিগুড়ি,৬ আগস্টঃ করোনার জেরে বন্ধ বেঙ্গল সাফারি পার্ক। তাই খোশমেজাজে দিব্যি দিন কাটাচ্ছে বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে ব্ল্যাক বিয়ার, লেপার্ড, হাতির দল। কেউ বরফ নিয়ে খেলতে ব্যস্ত তো কেউ আবার দোলনায় দুলে কাটাচ্ছে দিন। সম্প্রতি বেঙ্গল সাফারি রয়্যাল বেঙ্গল টাইগার শিলার ফের গর্ভবতীর হওয়ার খবর জানিয়েছে। এখন বনকর্তারা প্রহর গুনছেন নতুন অতিথি আসার।


এরইমধ্যে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হিমলয়ান ব্ল্যাক বিয়ার বরফ নিয়ে দিব্যি খেলছে। কখনও বরফ আগলে বসে রয়েছে, তো কখনও পা দিয়ে সেটি ঠেলে খেলতে ব্যস্ত। অন্যদিকে এক লেপার্ড দিব্যি দড়ি ধরে দুলেই চলেছে। কে আসছে, কে যাচ্ছে সেদিকে যেন নজরই নেই। খেলতেই মশগুল তারা। এদিকে দুই ব্যাঘ্রশাবক রিকা ও কিকা জলকেলীতে ব্যস্ত।
গত কয়েকমাস ধরে করোনার জেরে বন্ধ এই সাফারি পার্ক, তাই নির্জনতার মধ্যে এভাবেই দিন কাটছে বন্যপ্রাণীদের। আর তাদের নিত্যনতুন খেলা দেখে বেজায় খুশি বেঙ্গল সাফারির বনাধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মীরা। তাই সেইসব মুহুর্ত শহরবাসীকে দেখাতে মোবাইলে ভিডিও করে রাখছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *