উত্তরবঙ্গে এবার দেখা যাবে সিংহ, খুব শীঘ্রই ভিনরাজ্য থেকে সিংহ আসছে বেঙ্গল সাফারিতে

শিলিগুড়ি, ১০ অক্টোম্বরঃ উত্তরবঙ্গের মানুষ এবার দেখতে পারবেন সিংহ। চোখের সামনে যেমন সিংহ দেখতে পাবেন তেমনি সিংহের গর্জনও শোনা যাবে।


সিংহ দেখাতে খুদেদের নিয়ে আর দূর দূরান্তে চিড়িয়াখানায় ছুটতে হবে না।কিছুদিনের মধ্যেই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে দেখা মিলবে সিংহের। সিংহের পাশাপাশি স্লথ বিয়ার, জেব্রাও আনা হবে সাফারি পার্কে। সোমবার বনকর্তাদের নিয়ে সাফারি পার্কে এসেছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে একটি আলোচনাও হয়।

এদিন রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি জানান, বেঙ্গল সাফারিতে আগামীতে সিংহ আনার পরিকল্পনা রয়েছে। রাজ্যের তরফে ছাড়পত্র মিলেছে। সেন্ট্রাল জু অথরিটির ছাড়পত্র মিলে গেলেই সিংহ আনা হবে। আগ্রা কিংবা হায়দ্রাবাদের চিড়িয়াখানা থেকে সিংহ আনা হতে পারে। তবে কতোগুলি সিংহ আসবে তা এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি স্লথ বিয়ার ও জেব্রা সহ আরও নতুন বেশকিছু বন্যপ্রাণী বেঙ্গল সাফারিতে আনা হবে।


অন্যদিকে এদিন বনমন্ত্রীর উপস্থিতিতে রয়্যাল বেঙ্গল টাইগার শীলার নতুন ৪ শাবককে সাফারি পার্কের খোলা জঙ্গলে ছাড়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *