শ্যামাপুজোয় ভক্তশূন্য থাকবে সেবকেশ্বরী কালী মন্দির, ভার্চুয়ালি হবে অঞ্জলি  

শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ শ্যামাপুজোয় এবারেও ভক্তশূন্য থাকবে ঐতিহ্যবাহি সেবকেশ্বরী কালী মন্দির।তবে ভার্চুয়ালি পুজোয় অংশগ্রহণ করতে পারবেন ভক্তরা।


সেবকেশ্বরী কালী মন্দিরে প্রতিবছর জাঁকজমকভাবেই পুজো হয়।ভিন রাজ্য থেকে ভক্তরা আসেন পুজোর দিনে।তবে করোনা পরিস্থিতির জেরে গতবছর থেকে পুজোর আয়োজনে ভাটা পরেছে।গতবারের মতো এবারও মন্দির ভক্তশূন্য থাকবে।ভোগ বিতরণ করা হবে না।তবে অনলাইনে অঞ্জলি দিতে পারবেন ভক্তরা।

মন্দিরের অন্যতম পুরোহিত স্বপন কিশোর ভাদুড়ী বলেন, কোভিডবিধি মেনে পুজো হবে।মায়ের পুজোতে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ভক্তরা ভার্চুয়ালি অঞ্জলি দিতে পারবেন বলে জানান তিনি।মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট মোবাইল নম্বর দেওয়া হবে।সেখানেই পুজো লাইভ হবে এবং ভক্তরা অঞ্জলি দিতে পারবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *