উত্তর ভারত ও রামলালা দর্শনে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন

শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ আগামী ১৮মে আইআরসিটিসি এর তরফে উত্তর ভারত এবং রামলালার দর্শনের জন্য ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনের যাত্রা চালু হতে চলেছে।শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন আইআরসিটিসি আধিকারিকেরা।


জানা গিয়েছে, আগামী ১৮মে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে।মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল সহ পাটনা থেকে যাত্রীদের নিয়ে উত্তর ভারত এবং রামলালা দর্শনে যাবে ট্রেনটি।এর জন্য ৮ রাত্রি এবং ৯ দিনের প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

এই যাত্রায় দর্শনার্থীরা বৈষ্ণোদেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা মন্দির দর্শন করতে পারবেন।এই সফরে তিনবেলা খাবার এবং যাত্রা চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা ও সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।


এদিন আইআরসিটিসি এর তরফে বিশ্বরঞ্জন সাহা বলেন, ট্রেনটিতে স্লিপার ক্লাস এবং ৮০০ জন যাত্রী নিয়ে যাওয়ার ক্যাপাসিটি রয়েছে। ট্রেনে ট্যুর গাইড, নিরাপত্তা এবং প্যারামেডিকস এর সুব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *