শিলিগুড়ি, ৯ নভেম্বরঃ দেড় বছর পর ফের ভারত-নেপাল বাস পরিষেবা চালু হল। করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল ভারত-নেপাল বাস পরিষেবা।সোমবার থেকে ফের তা চালু হয়েছে।মঙ্গলবার শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে গেল বাস।এই বাসটি সোমবার কাঠমান্ডু থেকে রওনা হয়েছিল।
এই বাসে সরাসরি পর্যটক ও যাত্রীরা ১৪-১৬ ঘণ্টার মধ্যে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পৌঁছে যেতে পারবেন।তবে যাত্রীদের করোনার ডবল ডোজের সার্টিফিকেট কিংবা ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট লাগবে।আগে ১২৫০ টাকা ভাড়া থাকলেও এখন তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
মঙ্গলবার শিলিগুড়ি থেকে ১৬ জন যাত্রী বাসে ওঠেন।তাঁদের মধ্যে নেপালের বাসিন্দারা ছাড়াও কয়েকজন পর্যটকও ছিলেন।ভারতের নাগরিকদের সঙ্গে আধার কার্ড কিংবা ভোটার কার্ড রাখতে হবে।সরাসরি বাস চালু হওয়ায় স্বাভাবিকভাবে পর্যটনেও আশার আলো দেখছেন বিভিন্ন মহল।