ইসলামপুর,২৭ সেপ্টেম্বরঃ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।
বনধ সফল করতে এদিন সকাল থেকেই কৃষকদের বিভিন্ন সংগঠন রাস্তায় নামে।ইসলামপুর শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখতে দেখা গিয়েছে।অন্যদিকে রাস্তায় সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের সংখ্যা রয়েছে খুবই কম।
উল্লেখ্য, কৃষকদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, সিপিআইএম ও অন্যান্য বামপন্থী দলগুলি এবং আম আদমি পার্টি সহ ভারতের ১২টি রাজনৈতিক দল।