খড়িবাড়ি, ৯ এপ্রিলঃ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছোটন কিস্কুর সমর্থনে একটি বাইক র্যালির আয়োজন করা হল।এদিন র্যালিটি খড়িবাড়ি থানা অন্তর্গত পিডব্লিউডি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।র্যালির মধ্য দিয়ে ছোটন কিস্কুর সমর্থনে ভোট দেওয়ার আবেদন করা হয়।
এদিনের বাইক র্যালিতে ছোটন কিস্কু সহ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিরণময় রায়, যুব ব্লক সভাপতি কিশোরি মোহন সিংহ সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।