শিলিগুড়ি, ২৮ জুলাইঃ বাইক চুরি চক্রের পর্দাফাঁস।দুই যুবককে গ্রেফতার করল এসওজি।ধৃতদের নাম অনিল সাহা(২৫) ও রাজেশ সিংহ(২৬)।
এসওজি সূত্রে খবর, ক্রেতা সেজে এই বাইক চুরি চক্রের সঙ্গে যোগাযোগ করে এসওজি’র আধিকারিকেরা।কোচবিহার থেকে দুটি বাইক নিয়ে চক্রের দুই পান্ডা অনিল ও রাজেশ শিলিগুড়ির মাটিগাড়ায় আসে।এখানে আসতেই তাদের কাছে বাইক দুটির বৈধ কাগজপত্র দেখতে চান এসওজি’র আধিকারিকেরা।কোনও কাগজ দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আজ দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।