কালচিনিতে বাইসনের আক্রমণে মৃত্যু মহিলার

কালচিনি, ১২ মার্চঃ রবিবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে বাইসনের হানায় মৃত্যু হল এক মহিলার।ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়।


জানা গিয়েছে, এদিন সকালে এলাকার বাসিন্দা ৫৫ বর্ষীয় রিমিলা হাজারি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন।সেইসময় জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে একটি বাইসন এলাকায় প্রবেশ করে।বাইসনটি মহিলার উপর আক্রমণ চালায়।ঘটনায় গুরতর জখম হন মহিলা।

এরপর পরিবারের সদস্যরা ও বনকর্মীরা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ