ফুলবাড়ি, ৪ মার্চঃ বিয়ের দু-মাস আগে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বধনতলার জয়নগর কলোনী এলাকায়।মৃত যুবকের নাম মিঠুন চক্রবর্তী।বয়স ২৮ বছর।
জানা গিয়েছে, মিঠুন শিলিগুড়ির বাবুপাড়া এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন।ফুলবাড়ির এক যুবতীর সঙ্গে তার রেজিস্ট্রি ম্যারেজ হয়।আগামী বৈশাখ মাসে তাদের সামাজিক মতে বিয়ে হওয়ার কথা ছিল।গতকাল রাতে কাজ থেকে ফিরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে চলে যায় মিঠুন।আজ ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পারিবারিক কোনো অশান্তির জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলে অনুমান।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।