শিলিগুড়িতে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ, আটক একাধিক কর্মী

শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে বিজেপির মহামিছিল রাস্তাতেই আটকে দিল পুলিশবাহিনী।


নারী নির্যাতনের বিরুদ্ধে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি তুলে দিতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা, যুব ও মহিলা মোর্চার তরফে ডাক দেওয়া হয় এই মহামিছিলের। 


এদিন মিছিলটি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়ে আসতেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়।তবে ব্যারিকেড ভেঙেই প্রবেশ করে বিজেপি কর্মীরা।এরপর পুলিশের সঙ্গে শুরু হয় ধ্বস্তাধস্তি।মিছিল থেকে আটক করা হয় একাধিক বিজেপি কর্মীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO