বিরসা মুন্ডা কলেজে রক্তদান শিবিরের আয়োজন

নকশালবাড়ি, ২৬ ডিসেম্বরঃ নকশালবাড়ি ব্লকের অন্তর্গত হাতিঘিসায় বিরসা মুন্ডা কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল।জানা গিয়েছে, এদিনের রক্তদান শিবিরে কলেজের অধ্যক্ষ, অন্যান্য কর্মী ও শিক্ষার্থীরা রক্তদান করেন।


কলেজের তরফে জানানো হয়, রক্ত সংকট দূর করতেই আজ বিরসা মুন্ডা কলেজ চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে ৩৭ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024CASİBOMcasibomcasibom girişAvrupa Yakası Escortcasibom girişcasibomcasibomcasi