খড়িবাড়ি, ২৩ জানুয়ারিঃ নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে বুড়াগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তরফে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ ক্ষেত্রসিং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
এদিনের শিবিরে সুগার পরীক্ষা, রক্ত পরীক্ষা, করোনা পরীক্ষা ও লিভার পরীক্ষার ব্যবস্থা করা হয়।পাশাপাশি রক্তদান শিবিরে স্বস্তঃফূর্তভাবে অনেকেই রক্তদানে এগিয়ে আসেন।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন খড়িবাড়ি যুব তৃণমূল সভাপতি কিশোরী মোহন সিংহ, অঞ্চল যুব সভাপতি জয়ন্ত এক্কা, ছাত্র চেয়ারম্যান অরিজিৎ দেবনাথ, প্রদীপ মিশ্র সহ অন্যান্যরা।