রাজগঞ্জ, ২ জানুয়ারিঃ সরকারি খাস জমি উদ্ধার ও নদী থেকে অবৈধভাবে বালি পাচার বন্ধের দাবি সহ ৯ দফা দাবিতে রাজগঞ্জ বিএলএলআরও অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি।মঙ্গলবার বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয়।
জানা গিয়েছে, এদিন প্রথমে সংগঠনের কর্মী সমর্থকরা ফাটাপুকুর এলাকায় জমায়েত হন।সেখান থেকে মিছিল করে রাজগঞ্জ বিএলএলআরও অফিসের সামনে পৌঁছান। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজগঞ্জ ব্লকে সরকারি জমির চরিত্র পরিবর্তন করে দখলের পাশাপাশি বিক্রি করছে জমি মাফিয়ারা। আর এতে যুক্ত আছে বিএলএলআরও সহ শাসকদলের জনপ্রতিনিধিরা। শুধু তাই নয়, সাধারণ মানুষের জমিও বিভিন্ন কৌশলে বিক্রি করে দিচ্ছে।এছাড়া রাজগঞ্জ ব্লকের করতোয়া ও চাওয়াই নদী সহ প্রায় প্রতিটি নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি পাচার হচ্ছে।
এই বিষয়ে কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস ও বিজেপির রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল বলেন, গোটা ঘটনা আগের বিএলএলআরও জানেন, তবুও চুপ করে আছেন।এমনকি তাকে তথ্য সহকারে জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বিএলএলআরও অফিস স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা।
এই বিষয়ে নতুন দায়িত্বে আসা বিএলএলআরও সুখেন রায় বলেন, কয়েকটি অভিযোগ লিখিত আকারে জমা দিয়েছেন। বিষয়গুলি নিয়ে তাদের সঙ্গে আলোচনাও হয়। এখন দেখতে হবে কোথায় আমাদের ত্রুটি রয়েছে এবং কি কি পদক্ষেপ করা প্রয়োজন। তবে এখনও আমাকে বিএলএলআরও হিসেবে দায়িত্বভার দেওয়া হয়নি। দায়িত্ব পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।