শিলিগুড়ি,২১ সেপ্টেম্বরঃ বান্ধবী হয়েই ঠকিয়ে দিল বান্ধবীদের।প্রথমে পরিচয়,এরপর বন্ধুত্ব আলাপচারিতার শুরু।বিশ্বাস অর্জন করে শেষে বান্ধবীদের থেকে কয়েক কোটি টাকা নিয়ে পালালো আর এক বান্ধবী। শেষে ঘটনার জানাজানি হতেই সকলে মিলে পুলিশের দ্বারস্থ হল।ঘটনাটি শিলিগুড়ির বাগডোগরার।যে মহিলার বিরুদ্ধে অভিযোগ তিনি এক সেনা কর্মীর স্ত্রী বলেই জানা গিয়েছে।এদিকে অভিযোগকারিণীদের স্বামীরাও সেনাবাহিনীতে কর্মরত।
জানা গিয়েছে, ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে টাকা আদায় করে গা ঢাকা দিয়েছেন ওই সেনা কর্মীর স্ত্রী।বৃহস্পতিবার বাগডোগরা থানায় ওই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
প্রতারিত মহিলারা জানান, বাড়ি বানানো এবং নতুন দোকান করার জন্য টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা।সেই টাকা কিছুদিনের মধ্যেও ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।সেনাকর্মীর স্ত্রী হওয়ায় বিশ্বাস করে টাকা দেওয়া হয়েছিল মহিলাকে। কিন্তু এরপরই টাকা নিয়ে গা ঢাকা দেন মহিলা।এরপরই প্রতারিতরা মহিলার বিরুদ্ধে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।