শিলিগুড়ি, ৩০ নভেম্বরঃ ফের বোর্ড মিটিংয়ে মেয়র, চেয়ারম্যান এবং মেয়র পারিষদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ালেন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।
জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৩৪ তম বোর্ড মিটিং আয়োজিত হয়।মিটিংয়ের মোশন পর্বে নিজের ওয়ার্ডের কথা তুলে ধরেন ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীলশর্মা।সেইসময় মেয়র, চেয়ারম্যান এবং মেয়র পারিষদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি।
রঞ্জনশীল শর্মা অভিযোগ করে বলেন, ছট পুজোর সময় ওয়ার্ডে অবর্জনা ঠিকভাবে পরিষ্কার করা হয়নি।কোন শ্রমিকও পাঠানো হয়নি।এছাড়া জোড়াপানি নদীর অবস্থাও ভয়ঙ্কর যেকারনে এলাকার ড্রেনগুলিও ব্লক হয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।