নকশালবাড়ি,২৬ মেঃ বকেয়া বেতন সহ একাধিক দাবিতে শুক্রবার নকশালবাড়ি সিডিপিও মারফত আইসিডিএস ডিরেক্টরকে স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে নকশালবাড়ি ব্লক ১ কমিটির পক্ষ থেকে ২৩ দফা দাবিতে সিডিপিও এর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।অঙ্গনওয়ারী কর্মীর ন্যূনতম ২১ হাজার টাকা ও সহায়িকার জন্য ১৮ হাজার টাকা বেতন ধার্য করতে হবে। প্রতিমাসের এক তারিখেই বেতন দিতে হবে। অবিলম্বে প্রশিক্ষণ সহ উপযুক্ত সম্মানিক দিতে হবে। অবসরকালীন ৫ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করা হয় স্মারকলিপিতে।
অঙ্গনওয়াড়ি কর্মী অনন্দিতা চক্রবর্তী জানান, গত দু মাস ধরে আমরা বেতন পাইনি। ঠিক সময় মত আমরা আমাদের বিল পাচ্ছি না। দিনের পর দিন বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও বিল বাড়েনি। আমাদের ন্যূনতম সাম্মানিক বৃদ্ধির বিষয় নিয়ে কোন ভাবনা চিন্তা নেই সরকারের। এতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানো আমাদের পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে।