শিলিগুড়ি, ১৭ মার্চঃ ব্রাজিল প্যারালিম্পিক্স ২০২২(বিশেষ চাহিদাসম্পন্ন) এ সিনিয়র ক্যাটাগরি টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের দুই ছাত্র। তাদের নাম প্রিয়ম চক্রবর্তী ও স্বরণ দাস।
প্রিয়মের বাড়ি শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ও স্বরণের বাড়ি দক্ষিণ ভারতনগরের দেবাশিষ কলোনীতে। জানা গিয়েছে প্রতিবন্ধী এই দুই ছাত্রের ছোটবেলা থেকেই টেবিল টেনিসের প্রতি ঝোঁক। কিছুদিন আগেই তাদের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হল। আগামী ১ মে থেকে ব্রাজিলে আয়োজিত প্যারালিম্পিক্সে অংশগ্রহন করতে চলেছে তারা।
বৃহস্পতিবার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের তরফে ওই দুই পড়ুয়াকে সংবর্ধণা প্রদান করা হল। উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। ওই দুই ছাত্রকে নিয়ে রীতিমত গর্বিত স্কুল কতৃপক্ষ। বিশেষত তাদের মনোবল বাড়াতেই আজ স্কুলের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।