বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাদ্যসামগ্রী ও শুকনো খাবার বিতরণ

রোহিণী, ৪ এপ্রিলঃ দার্জিলিং জেলা পুলিশের গাড়িধুরা আউট পোস্টের তরফে রোহিণীর একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাদ্যসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হল।


জানা গিয়েছে, এই বৃদ্ধাশ্রমে প্রায় ২০-২৫ জন মহিলা ও পুরুষ আবাসিক থাকেন। তাদেরকে সাহায্যে করতেই এদিন পুলিশের তরফে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780JOJOBETjojobetgirişi jojobetjojobet giriş