শিলিগুড়ি,২ ফেব্রুয়ারিঃ ব্রাউন সুগার সহ এক বৃদ্ধকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম মনিরুল ইসলাম।
বুধবার রাতে ফুলবাড়ী নতুন বাজার এলাকায় এক ৭০উর্দ্ধ বৃদ্ধের থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাত দশটা নাগাদ ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় অভিযান চালায় এনজেপি থানার পুলিশ।এরপর সেখান থেকে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ মনিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা।ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।