মাদারিহাটে বুনো হাতির হানায় মৃত্যু দুই মহিলার, আহত ২

মাদারিহাট, ৩ এপ্রিলঃ মাদারিহাটে বুনো হাতির আক্রমণে মৃত্যু হল দুই মহিলার।


জানা গিয়েছে, শনিবার রাতে মাদারিহাট উত্তর ছেকাঁমাড়ি এলাকায় একটি বুনো হাতির দল প্রবেশ করে।বুনো হাতি আক্রমণে আহত হন তিন মহিলা ও এক ব্যক্তি।আহতদের উদ্ধার করে মাদারিহাট গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুই মহিলা ভগবতী ছেত্রী ও রেণুকা ছেত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।উত্তরবঙ্গ মেডিক্যালে যাওয়ার পথেই মৃত্যু হয় দুজনের।অন্য দুজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024deneme bonusu 2024CASİBOMcasibomcasibom giriş