ইসলামপুর,২৬ নভেম্বরঃ ইসলামপুর থানার ধনতলায় বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় জখম হয়েছেন আরও একজন।মৃত ব্যক্তির নাম ডাঃ আক্তার আলম।বাড়ি বিহারে।
জানা গিয়েছে,বুধবার রাতে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডাঃ আক্তার আলম সহ আরও একজনকে।ঘটনার পর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাঃ আক্তার আলমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।অন্যজন ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।